মাত্র চার দিনের ব্যবধানে আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মঞ্চে ফিরছে বাংলাদেশ দল। এবারের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (রোববার, ২০ জুলাই) সন্ধ্যা ৬টায়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
এই সিরিজ যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ, তেমনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিরপুরের উইকেট। টাইগার অধিনায়ক লিটন দাস স্পষ্টভাবেই বলেছেন—"এই উইকেট অনেক ব্যাটসম্যানের ক্যারিয়ার ডাউন করে দিয়েছে।"
তবে তিনি এটাও যোগ করেন যে, একই উইকেটে দল উন্নতি করেছে, সিরিজ জিতেছে—এটাও বড় প্রাপ্তি।
বাংলাদেশ সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজ জয় করে আত্মবিশ্বাসে উজ্জীবিত। যদিও প্রস্তুতির সময় ছিল অল্প—মাত্র এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে টাইগাররা। অপরদিকে, পাকিস্তান দল ঢাকায় আগেই পৌঁছে প্রস্তুতির সুযোগ কাজে লাগিয়েছে।
পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানান, "বাংলাদেশ ঘরের মাঠে খুবই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ। আমাদের দলে কিছু নতুন মুখ রয়েছে, যারা রোমাঞ্চ ছড়াবে।"
স্কোয়াড তালিকা
বাংলাদেশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, নাইম শেখ, হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, মিরাজ, রিশাদ, শাকিল মেহেদী, নাসুম, তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব ও পারভেজ ইমন।
পাকিস্তান:
সালমান আলী আগা (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, হুসেইন তালাত, আব্বাস আফ্রিদি, সুফিয়ান মোকিম, সালমান মির্জা, আহমেদ দানিয়াল, সাহিবজাদা ফারহান, হাসান নওয়াজ ও আবরার আহমেদ।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ