সাম্প্রতিক সময়ে বজ্রপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থায় অনেকেই মনে করেন, ঘরের মধ্যে থাকলেই বজ্রপাতের সময় পুরোপুরি নিরাপদ থাকা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। বরং ঘরের ভেতরেও কিছু কাজ বজ্রপাতে মৃত্যুঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বজ্রপাত কোনো ভবনে আঘাত করলে তা বিদ্যুৎ সংযোগ বা ধাতব পাইপ বেয়ে পানির লাইনে ছড়িয়ে যেতে পারে। তাই বজ্রপাতের সময় পানির সংস্পর্শে থাকা যেকোনো কাজ—যেমন গোসল, থালা-বাসন ধোয়া বা রান্না—প্রাণঘাতী হতে পারে। আধুনিক বাড়িতে প্লাস্টিক পাইপ থাকলেও নিকটবর্তী বৈদ্যুতিক সংযোগ থাকলে ঝুঁকি থেকেই যায়।
গোসল বা বাথটাবে থাকা
থালা-বাসন ধোয়া ও রান্না
টিভি, কম্পিউটার বা চার্জারযুক্ত যন্ত্র ব্যবহার
ল্যান্ড ফোন ব্যবহার
জানালা বা দরজার ধারে থাকা
গাছের নিচে দাঁড়ানো বা কংক্রিট দেয়ালে হেলান দেওয়া
নদী, পুকুর বা জলাশয়ের পাশে অবস্থান
ঝড় শুরু হলে দ্রুত ঘরে আশ্রয় নিন
বাইরে থাকলে গাড়ির মধ্যে অবস্থান করুন এবং জানালা-দরজা বন্ধ রাখুন
বজ্রপাত থেমে যাওয়ার অন্তত ৩০ মিনিট পর পর্যন্ত ঘরে থাকুন
বাইরে অবস্থানকালীন ধাতব বস্তু ও গাছ থেকে দূরে থাকুন
নিরাপদ আশ্রয় না পেলে, পায়ের পাতাকে একসঙ্গে রেখে, কান ঢেকে, মাথা নিচু করে বলের মতো বসে থাকুন
দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে আনুন
নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন
ব্যক্তি নিঃশ্বাস না নিলে বা হৃদস্পন্দন বন্ধ হলে CPR শুরু করুন এবং চিকিৎসকের আগমনের পূর্ব পর্যন্ত চালিয়ে যান
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বজ্রপাতকে ভয় না পেয়ে সচেতনতা ও সঠিক প্রস্তুতিই হতে পারে জীবন রক্ষার চাবিকাঠি।
https://www.sarankholadarpan.com/cpr-%e0%a6%95%e0%a7%80-%e0%a6%95%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ