বঙ্গোপসাগরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চারটি ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে আজ বুধবার (৩০ জুলাই) সকালে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়
ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে ১০ সমুদ্র তলের ১০ কিলোমিটার গভীরে। সেটি ছিল পাঁচ মাত্রার ভূমিকম্প।
এরপর কাছাকাছি এলাকায় পাঁচ, চার দশমিক নয়, ও চার দশমিক ছয় মাত্রার আরো চারটি ভূমিকম্প হয়েছে। দেড় ঘণ্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া এগারোটার দিকে।
তবে এসব ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ