প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৬:২৫ পি.এম
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের ৩ জেলের খোঁজ মেলেনি চার দিনেও

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) :
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলার এফ বি সাইকুল এর নিখোঁজ ১২ জেলের ৯ জনকে চারদিন ধরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গত সোমবার ভোরে পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে এবং পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরের পায়রা বন্দরের বয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় পাথরঘাটার এফ.বি. সাইকুল নামক ওই মাছধরা ট্রলারটি। ডুবে যাওয়া ওই ট্রলারের নয় জেলেকে চারদিন পর ভাসমান অবস্থায় অন্য ট্রলারের সাহায্যে উদ্ধার করা গেলেও বাকি তিন জেলের খোঁজ মেলেনি ৪দিন পরেও।
নিখোঁজ জেলে কবির শিয়ালি(৪৫) গোপাল (৪০)সোহাগ(৩০) এদের বাড়ী পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামে। নিখোঁজ জেলেদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বরগুন জেলা মৎস্যজীবী টলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান,গত সোমবার ভোরে ওই ট্রলারের ১২জন জেলেসহ গভীর সমুদ্রে ডুবে যায়। ট্রলারের মাছ ধরা ফ্লট রশি দিয়ে একসঙ্গে ৮০/৯০ হাত লাম্বা করে বেঁধে চার রাত ধরে ওই জেলেরা ভেসে ছিলেন বলে জানিয়েছেন তারা। এর প্রতিবেদন তৈরি কালে জানা যায় ,বৃহস্পতিবার দুপুরে চরমোন্তাজ নৌ পুলিশের তত্ত্বাবধানে নেয়া হয়েছে উদ্ধার হওয়া নয় জেলেকে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ