বর্তমান সময়ে অনলাইনে উপার্জনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক ও ইউটিউব। ভিডিও কনটেন্ট তৈরি করে অসংখ্য তরুণ-তরুণী এখন নিয়মিত আয়ের সুযোগ পাচ্ছেন। তবে প্রশ্ন হলো—কোন প্ল্যাটফর্মে আয়ের সম্ভাবনা বেশি?
ফেসবুকে প্রতি ১০ লাখ ভিউ থেকে গড়ে আয় হয় প্রায় ১৫–২০ ডলার।
ইউটিউবে একই ভিউ থেকে গড়ে আয় হয় ১০০–১২০ ডলার বা তারও বেশি।
অর্থাৎ, পরিসংখ্যান অনুযায়ী আয়ের ক্ষেত্রে ইউটিউব স্পষ্টভাবে এগিয়ে।
ফেসবুকঃ
কমপক্ষে ১০ হাজার পেজ লাইক থাকতে হবে।
শেষ ৬০ দিনে অন্তত ৩০ হাজার মিনিট ভিউ হতে হবে।
ইন-স্ট্রিম অ্যাড, স্টারস, ব্র্যান্ড কোলাবোরেশনসহ নানা টুলসের মাধ্যমে আয় করা যায়।
ইউটিউবঃ
অন্তত ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম প্রয়োজন।
ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতায় বিজ্ঞাপন, স্পনসরশিপ, সুপার চ্যাট, মেম্বারশিপ ইত্যাদির মাধ্যমে আয় সম্ভব।
বিজ্ঞাপনদাতা ও দর্শকের এনগেজমেন্ট বিবেচনায় ইউটিউব অনেক বেশি লাভজনক। দীর্ঘমেয়াদে ব্র্যান্ড গড়ে তুলতে ও স্থায়ী আয় নিশ্চিত করতে ইউটিউবকেই বেশি নির্ভরযোগ্য ধরা হচ্ছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ