বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রায় ১ কোটি ভুয়া ও প্রতারণামূলক অ্যাকাউন্ট মুছে ফেলেছে প্রতিষ্ঠানটির মালিক সংস্থা মেটা। মূলত স্প্যাম, ছদ্মবেশধারী প্রোফাইল এবং ভুয়া কনটেন্ট শেয়ার রোধে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ১৪ জুলাই মেটা এক বিবৃতিতে জানায়, তারা প্রথম দফায় প্রায় ৫ লাখ অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নিয়েছে, যারা স্প্যাম ছড়ানো, ভুয়া এনগেজমেন্ট তৈরি ও প্রতারণামূলক আচরণে জড়িত ছিল। এসব অ্যাকাউন্টের ক্ষেত্রে কমেন্ট ব্লক, কনটেন্ট রিচ কমানো এবং মনেটাইজেশন নিষিদ্ধ করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
মেটা আরও জানায়, এই এক কোটি প্রোফাইলের বেশিরভাগই ছিল বিখ্যাত কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশে তৈরি ভুয়া প্রোফাইল। এসব অ্যাকাউন্ট থেকে মূল নির্মাতার ভিডিও, মিম ও পোস্ট বারবার আপলোড করে নকল এনগেজমেন্ট তৈরির চেষ্টা করা হচ্ছিল।
ভুয়া কনটেন্ট ও প্রোফাইল দমনে নতুন অ্যালগরিদম চালু করছে ফেসবুক। এতে মূল কনটেন্ট নির্মাতারা বেশি গুরুত্ব পাবে, আর যারা কপি করা ভিডিও বা রিসাইকেল কনটেন্ট শেয়ার করে, তাদের অ্যাকাউন্টে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুক কিছু নির্দেশনাও দিয়েছে, যাতে ব্যবহারকারীরা সতর্কভাবে কনটেন্ট শেয়ার করেন:
তৃতীয় পক্ষের ওয়াটারমার্কযুক্ত কনটেন্ট এড়িয়ে চলা
পুনর্ব্যবহৃত (reused) ভিডিও বা মিম না দেওয়া
উচ্চমানের ক্যাপশন ব্যবহার করা
খুব ছোট ও অপ্রাসঙ্গিক ভিডিও পোস্ট না করা
মেটা আরও জানিয়েছে, ব্যবহারকারীদের মূল ভিডিও চেনাতে নতুন ফিচার চালু করা হবে, যেখানে ডুপ্লিকেট ভিডিওর পাশে মূল ভিডিওর লিংক দেখানো হবে। এর ফলে মূল নির্মাতার স্বীকৃতি নিশ্চিত হবে এবং কপিরা কম গুরুত্ব পাবে।
সব মিলিয়ে ফেসবুকে এখন বড় ধরনের রদবদল আনছে মেটা। নকল কনটেন্ট নির্মাতাদের রোধ, আসল নির্মাতাদের স্বীকৃতি, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং নীতিনির্ভর ফিড গঠনের মাধ্যমে ভবিষ্যতের ফেসবুক আরও নির্ভরযোগ্য ও গুণগত মানসম্পন্ন হয়ে উঠবে—এমনটাই ইঙ্গিত দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ