আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশ করেছে সর্বশেষ পুরুষদের বিশ্ব র্যাংকিং। এতে বড় পরিবর্তন এসেছে শীর্ষ দশে।
২০১৪ সালের পর প্রথমবারের মতো শীর্ষে উঠেছে স্পেন। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করা দলটি বিশ্ব র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এখন এক নম্বরে। এক ধাপ অগ্রগতি হয়েছে ফ্রান্সেরও, তারা এখন দ্বিতীয়।
অন্যদিকে দুঃসংবাদে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান হারিয়ে তৃতীয়তে নেমেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে চলে গেছে।
পর্তুগাল এক ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে। ইতালি শীর্ষ দশে ফিরে এসেছে এবং ক্রোয়েশিয়া নবম স্থানে জায়গা করে নিয়েছে।
১. স্পেন
২. ফ্রান্স
৩. আর্জেন্টিনা
৪. ইংল্যান্ড
৫. পর্তুগাল
৬. ব্রাজিল
৭. নেদারল্যান্ডস
৮. বেলজিয়াম
৯. ক্রোয়েশিয়া
১০. ইতালি
বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। হাভিয়ের কাবরেরার দল আগের মতোই ১৮৪তম স্থানে আছে। নেপাল ১৭৬তম স্থানে রয়েছে।
সেপ্টেম্বর উইন্ডোতে বেশিরভাগ দেশ বিশ্বকাপ বাছাই খেললেও ফলাফলে বৈচিত্র্য এসেছে। ব্রাজিল শেষ ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে এবং আর্জেন্টিনা ইকুয়েডরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। অন্যদিকে স্পেন দুর্দান্ত ফর্ম দেখিয়ে বুলগেরিয়াকে ৩-০ ও তুরস্ককে ৬-০ গোলে হারিয়েছে।
এদিকে সর্বাধিক উন্নতি করেছে স্লোভাকিয়া, যারা ১০ ধাপ এগিয়েছে। অন্যদিকে সর্বাধিক অবনতি ঘটেছে জিম্বাবুয়ের, যারা ৯ ধাপ নিচে নেমেছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ