বিশ্ব ফুটবলের ক্লাব পর্যায়ের সবচেয়ে বড় মঞ্চে পিএসজিকে পাত্তাই দিল না চেলসি। মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের মেগা ফাইনালে প্যারিস জায়ান্টদের ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা ক্লাবের মুকুট পরলো ব্লুজরা।
তবে এই শিরোপা শুধু সংখ্যার হিসেবে দ্বিতীয় হলেও গুরুত্বের দিক থেকে একেবারেই আলাদা। কারণ, প্রথমবারের মতো ৩২ ক্লাব নিয়ে বর্ধিত পরিসরে অনুষ্ঠিত হলো ক্লাব বিশ্বকাপ, যা এবার থেকেই স্থায়ীভাবে চালু হচ্ছে।
মাঠের পরিসংখ্যান বলছে পিএসজিই ছিল ম্যাচে অধিকাংশ সময় নিয়ন্ত্রণে—৬৭ শতাংশ বল দখল করে তারা। কিন্তু গোলের দেখা মেলে চেলসির। আর এই পার্থক্য গড়ে দেন কোলে পালমার। নিজে করেন জোড়া গোল, সঙ্গে সতীর্থ জোয়াও পেদ্রোর পায়ে বল সাজিয়ে করান আরেকটি।
২২ ও ৩০ মিনিটে পালমারের পরপর দুই গোলের ধাক্কা সামলাতে পারেনি পিএসজি। ৪৩ মিনিটে তৃতীয় গোল করে বিরতির আগেই ম্যাচ নিজেদের করে নেয় চেলসি। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হওয়া পিএসজি ম্যাচে আর ফিরতে পারেনি।
ফাইনালের আগে একের পর এক ক্লিনশিট, চ্যাম্পিয়নস লিগ জয়ের আত্মবিশ্বাস—সবই পিএসজির পক্ষে ছিল। অথচ শিরোপা নির্ধারণী ম্যাচে এসে খেই হারাল ফরাসি ক্লাবটি। শেষদিকে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন জোয়াও নেভেস।
২০২৬ বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ক্যানভাসে ক্লাব বিশ্বকাপ আয়োজন ছিল বিশ্বকাপের প্রস্তুতির অংশ। একসময়ের কনফেডারেশন কাপের বিকল্প হিসেবে এবারই প্রথম এমন আয়োজন।
২০২৬ সালের বিশ্বকাপের মঞ্চও সাজছে এই অঞ্চলে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে। আগামী বছর জুন-জুলাইয়ে বসবে বিশ্বকাপের ২৩তম আসর।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ