প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৬:৫৪ পি.এম
ফকিরহাট আমীর হামজা (রা.) দাখিল মাদ্রাসায় প্রথমবার জিপিএ- ৫ পেয়েছেন সুমা খান

মো: সাগর মল্লিক ফকিরহাট,(বাগেরহাট)প্রতিনিধিঃ-বাগেরহাটের ফকিরহাটে হযরত আমীর হামজা (রা.) দাখিল মাদ্রাসার উদ্যোগে বিদায়ী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মাদ্রাসা অডিটরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় সদ্য বিদায়ী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, দাখিল পরীক্ষায় ২৬ বছরের ইতিহাসে এবারই প্রথম অত্র মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। কৃতিত্বের স্বাক্ষর রেখে এ সাফল্য অর্জন করেছেন সুমা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত আমীর হামজা (রা.) ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব খান মোশাররফ হোসেন, ফকিরহাট কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আ.ন.ম ইউনুস আলী, খুলনা বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান ও উপজেলা যুবদল নেতা শেখ মিলন মাহমুদ,এছাড়া অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ