ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখা আয়োজনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার কাটাখালী মোড়ে শুরু হয়ে সমাবেশটি সন্ধ্যায় শেষ হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট শাখার সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা অঞ্চলটিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা রেজাউল করিম। বিশেষ বক্তা ছিলেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল, খুলনা অঞ্চল টিম সদস্য মো: আজিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও ফকিরহাট জামায়াতের আমীর মাওলানা এ.বি.এম তৈয়াবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার সহকারী উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ আবুল আলা মাসুম, ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
সভা সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি মো: ইখলাছুর রহমান। শ্রমিক সমাবেশটিতে ফকিরহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পেশার শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ