প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৫:৩৩ পি.এম
ফকিরহাটে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট)৷ প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধে বাগেরহাটের ফকিরহাটে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (বিএইচপি)-এর ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’ এর আওতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। স্যানেটারি ইনস্পেক্টর দেবরাজ মিত্র এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান সাগর, আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর মাহমুদ অনিক, ফকিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহজামান মিয়া, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা আনোয়ারা বেগম এবং ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার তন্ময় সাহা। সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ