দক্ষিণ আফ্রিকা সফরে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেনোনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগার যুবারা।
টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৫ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে তিন ব্যাটার তুলে নেন হাফসেঞ্চুরি। ওপেনার জাওয়াদ আব্রার ৬১ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ৭০ রান। রিজান হাসান ৫৫ বলে ৬৩ এবং মোহাম্মদ আব্দুল্লাহ ৭৬ বলে ৬৩ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা শুরু থেকেই চাপে পড়ে যায় টাইগার বোলারদের দাপটে। একমাত্র ওপেনার ও অধিনায়ক মুহাম্মদ বুলবুলিয়া কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৭৯ বলে ৭২ রান করে স্বাধীনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। প্রোটিয়ারা গুটিয়ে যায় মাত্র ১৫৫ রানে, ৩২.১ ওভারে।
আগামী ১৯ জুলাই সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ ও তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২২ জুলাই।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ