রেকর্ড গড়া ব্যাটিংয়ের পাশাপাশি বিতর্ক যেন এখন নিয়মিত সঙ্গী হয়ে উঠেছে ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের। হেডিংলি টেস্টে কালো মোজা ও লাল ইনার পরে ড্রেস কোড ভাঙার পর এবার এজবাস্টন টেস্টেও নতুন বিতর্কে জড়িয়েছেন এই তারকা ব্যাটার।
চতুর্থ দিনের খেলায় ভারত ৮৩ ওভার ব্যাট করার পর চা বিরতির পরে আরও এক ঘণ্টা খেলে ইনিংস ঘোষণা করে। এই সময় সাজঘর থেকে বারান্দায় গিয়ে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে ডাকতে দেখা যায় গিলকে। তখন ক্যামেরায় ধরা পড়ে, তার পরনে ছিল কালো রঙের একটি ইনার, যার উপর স্পষ্টভাবে দৃশ্যমান ছিল নাইকির লোগো।
এতেই তৈরি হয়েছে নতুন জটিলতা। কারণ, বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল কিট স্পনসর অ্যাডিডাস। ২০২৩ সালের জুন থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে প্রায় ৩০০ কোটি রুপির চুক্তি রয়েছে অ্যাডিডাসের। প্রতিটি ম্যাচের জন্য তারা বোর্ডকে ৭৫ লাখ রুপি প্রদান করে। সেই পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের লোগো প্রকাশ্যে আসা অ্যাডিডাসের কাছে অগ্রহণযোগ্য হতে পারে। এমনকি প্রতিষ্ঠানটি বিসিসিআইয়ের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনায় যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এই ঘটনার আগে হেডিংলি টেস্টে গিল নিয়ম ভেঙেছিলেন দুইবার—প্রথমে কালো মোজা পরে মাঠে নেমে এবং পরে ফিল্ডিংয়ের সময় লাল ইনার পরে। যা টেস্ট ক্রিকেটের ড্রেস কোডে অনুমোদিত নয়।
আইসিসি এখনো তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না নিলেও, টানা এই পোশাকসংক্রান্ত ভুলে অনেকেই প্রশ্ন তুলছেন তার সচেতনতা ও দায়িত্ববোধ নিয়ে। বিশেষ করে তিনি যখন দেশের টেস্ট দলের অধিনায়ক—তখন তার কাছ থেকে আরও পেশাদার আচরণ প্রত্যাশিত বলেই মনে করছে ক্রিকেট মহল।
এখন দেখার বিষয়, বিসিসিআই বা অ্যাডিডাস এই বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং শুভমান গিল ভবিষ্যতে আরও সতর্ক হন কি না।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ