"স্টাফ রিপোর্টার "
পূর্ব সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের সুখপাড়া বনাঞ্চলে হরিণ শিকারের মামলায় পলাতক আসামী নাসির ফকির (৫০)কে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে বনরক্ষীরা গ্রেফতারকৃত নাসিরকে বাগেরহাট আদালতে চালান দেয় । আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন । গ্রেফতারকৃত নাসির বরগুনার পাথরঘাটা উপজেলার বড় টেংড়া গ্রামের আব্দুস সালাম ফকিরের ছেলে। বুধবার দুপুরে পাথরঘাটা থানা পুলিশ নাসির ফকিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
বন মামলার বাদী পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমান বলেন, গত ৩ জুন কচিখালী বনাঞ্চলের সুখপাড়া এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকারের সময় স্মার্ট টিমের বনরক্ষীরা হরিন ধরা ফাঁদসহ শিকারি আরিফুল ইসলাম দুলালকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ সময় শিকারি নাসির ফকিরকে সুন্দরবনের মধ্যে দৌড়ে পালিয়ে দেখেন বন্দরক্ষীরা। ফাঁদ সহ আটক আরিফুল ইসলাম দুলালের বাড়ি পাথরঘাটা উপজেলার কোরাইল্লা গ্রামে।
এই ঘটনায় ফরেস্টার মিজানুর রহমান বাদী হয়ে আরিফুল ও নাসির ফকিরকে আসামি করে একটি বন মামলা দায়ের করেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ