।।ষ্টাফ রিপোর্টার।।
পূর্ব সুন্দরবনে হরিণ শিকারের দায়ে মোঃ সাইফুল ইসলাম নামে একজন শিকারীকে এক বছর দুই মাস কারাদন্ড দিয়েছেন বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১। দুই বছর বিচারিক কাজ শেষে ১৭ জুলাই মাননীয় আদালেত তাকে দোষী সাব্যস্ত করে এই দন্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২৩ আগষ্ট বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঠালতলী গ্রামের মোঃ বেলায়েত তালুকদারের পুত্র মোঃ সাইফুল ইসলাম পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী টহল ফাঁড়ি এলাকার বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছিলো। বনরক্ষীরা টহলের সময় তাকে হাতে নাতে আটক করে। পরে ফরেষ্টার জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। দীর্ঘ দুই বছর বিচার কাজ শেষে ১৭ জুলাই বাগেরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ সাইফুল ইসলামকে দোষী সাব্যস্ত করে তাকে এক বছর দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও চার হাজার টাকা অর্থদন্ড দেন । অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা ক্ষতিপূরণ দন্ডে দন্ডিত করেন।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, হরিণ শিকারীকে আদালত কারাদন্ড দেওয়ার খবরটি আশাব্যঞ্জক। এই রায়ের ফলে হরিণ শিকারের সাথে জড়িতরা সতর্ক হবে এবং সুন্দরবনে হরিণ শিকার বন্ধ হবে বলে ডিএফও আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ