শরণখোলাঃ পূর্ব সুন্দরবনের দুবলা এলাকার ছবি।#
শরণখোলা দর্পণ প্রতিবেদন:
পূর্ব সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে জুলাই মাসে বনরক্ষীদের অভিযানে বন অপরাধে আটক হয়েছে ৭০ জন। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হরিণধরা ফাঁদ ও ১৪৮টি ট্রলার । আটককৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গত জুন মাস থেকে পূর্ব সুন্দরবনে হরিণসহ বণ্যপ্রাণী পাচার রোধে বনরক্ষীদের সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় বনরক্ষীরা সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে হরিণ শিকারী আটকসহ অসংখ্য হরিণধরা মালা ফাঁদ, নৌকা, ট্রলার, কাকড়াধরা চারু, কীটনাশক, চিংড়ি শুঁটকি জব্দ করে। সুন্দরবনে জীববৈচিত্র রক্ষা ও মৎস্য সম্পদের প্রজনন বৃদ্ধির জন্য গত ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ ও মাছধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারী করে বনবিভাগ। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞার মধ্যে এক শ্রেণীর জেলে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে সুন্দরবনে গিয়ে মাছ ধরে। এদের ধরতে গত মাসে (জুলাই) বনরক্ষীরা পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে ৫৮টি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সুন্দরবনের দুবলারচর, কচিখালী, শেলারচর, কটকা, কোকিলমনি, চরাপুটিয়া, আন্ধারমানিকসহ সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ১৪৮টি মাছ ধরার ট্রলার ও নৌকা আটক করে। এ সময় গ্রেফতার করা হয় ৭০ জন জেলেকে। অনেকে বনের মধ্যে পালিয়ে যায়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জুলাই মাসের অভিযানে পূর্ব সুন্দরবন থেকে উদ্ধার হয়েছে, ১৩ হাজার ৫৯৮ ফুট হরিণধরার মালা ফাঁদ, ছিটকা ফাঁদ ২০টি, মাছ ধরার অবৈধ জাল ৮২ হাজার মিটার, কীটনাশক ১৩ বোতল, বিষযুক্ত মাছ ৩শ ১০ কেজি, শুঁটকি মাছ ২২বস্তা, কাকড়া ৩শ ৭৫ কেজি, নিষিদ্ধ কাকড়া ধরা চারু জব্দ করা হয়েছে ১ হাজার ২শ ৮০টি। এ সময় বন অপরাধের মামলা হয়েছে ৪৩টি। মামলার আসামীর সংখ্যা ১শ ৩৪ জন বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী “শরণখোলা দর্পণ”কে বলেন, জুন মাস থেকে পূর্ব সুন্দরবনে চলমান সাড়াশি অভিযানের সফলতা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে অনেক অপরাধীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হয়েছে অসংখ্য হরিণ ধরার ফাঁদ। এর ফলে অনেক হরিণ বাঁচানো সম্ভব হয়েছে। সুন্দরবন ও বণ্যপ্রাণী রক্ষায় বনরক্ষীদের সহায়তায় স্থানীয় জনসাধারনকে আরো এগিয়ে আসার আহবান জানিয়েছেন ডিএফও।##
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ