।।মাহফুজুর রহমান বাপ্পী।।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় ৪ জন বনরক্ষী আহত হয়েছেন। আহতদের ৩জন শরণখোলা উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। একজনকে সোমবার দুপুরে বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুন্দরবন থেকে শুঁটকি মাছ পাচার করে নিয়ে যাবার সময় বনরক্ষীরা তাদের আটকাতে গেলে দুবৃর্ত্তরা বনরক্ষীদের উপরে হামলা করে । রবিবার (২০ জুলাই) ভোর রাতে এ হামলার ঘটনা ঘটে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস সোমবার দুপুরে মোবাইল ফোনে বলেন, হরিণটানা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল মন্ডলের নেতৃত্বে বনরক্ষীরা রবিবার (২০ জুলাই) ভোর রাতে ধানসাগর ফরেষ্ট স্টেশনের কলামুলা খাল এলাকায় টহলের সময় একটি ট্রলারে শুঁটকি মাছ পাচার করে নিয়ে যেতে দেখে তাদের দিকে এগিয়ে যায়। এ সময় ট্রলার আরোহী ১২ দুর্বৃত্ত জোটবদ্ধ হয়ে বনরক্ষীদের উপর ঝাপিয়ে পড়ে বেদম মারপিট করে তাদের নদীতে ফেলে দেয়। বনরক্ষীরা নদীতে পড়ে গেলে দুর্বৃত্তরা বনরক্ষীদের ট্রলারটিও নিয়ে যায়। দুর্বৃত্তদের হামলায় আহত চার বনরক্ষী হলেন, সুবল মন্ডল (৩১), আরমান দারিয়া (২৫), আবুল হাসান (২৭) ও আব্দুল গফুর (৪৭)। এদের রবিবার বিকেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তাদের মধ্যে হরিণটানা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল মন্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার (২১ জুলাই) দুপুরে বাগেরহাট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের দুইজনকে বনরক্ষীরা চিনতে পেরেছে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে এসিএফ জানিয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, সুন্দরবনের বনরক্ষীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।##
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ