শরণখোলাঃ পূর্ব সুন্দরবনের শেলারচরে শুক্রবার বিকেলে ৬ জেলেসহ একটি ট্রলার আটক করেছে বনরক্ষীরা।##
।।ষ্টাফ রিপোর্টার।।
পূর্ব সুন্দরবনের শেলারচরে ৬ জেলেসহ একটি ট্রলার আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের শনিবার সকালে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আব্দুস সবুরের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল কালে সুন্দরবনের শেলারচরের কাছে নদীতে একটি ট্রলারের জেলেরা অবৈধভাবে মাছ ধরছে দেখতে পায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে ট্রলারসহ ৬ জেলেকে আটক করে। ঐ জেলেরা বনবিভাগের পাশ পারমিট ছাড়াই সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়েছিলো। আটক জেলেরা হচ্ছে, সিদ্দিক (৩০), লিটন (২৫), বিল্লাল (২৮), নাইম (২৫), ইয়ামিন (৩০) ও সাব্বির (২৫)। এদের বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, শেলারচরে আটক জেলেদের বিরুদ্ধে বন অপরাধ আইনে মামলা দিয়ে তাদের শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।##
ছবির ক্যাপশনঃ
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ