ষ্টাফ রিপোর্টার-
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর বনাঞ্চলে আজ বৃহস্পতিবার বিপুল পরিমাণ হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করেছেন বনরক্ষীরা। অপর দিকে সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় বনরক্ষীরা ৭জেলেকে আটক করেছে । জব্দ করা হয়েছে ২টি ট্রলারসহ মাছ ধরার জাল ও আনুষঙ্গিক মালামাল।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীম-২ এর টীম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর ফরেস্ট টহল ফাঁড়ির তালতলা খালের পার্শ্ববর্তী বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে শিকারিদের পেতে রাখা ৭শ ফুট নাইলনের তৈরি মালা ফাঁদ উদ্ধার করেন।
অপর ঘটনায়, বুধবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে সুন্দরবনের হাড়বাড়িয়া ও নন্দবালা বনাঞ্চলের খালে অবৈধভাবে মাছ ধরার সময় শরণখোলা রেঞ্জের স্মার্ট টীম-২ এর বনরক্ষীরা ২টি ট্রলারসহ ৭জন জেলেকে আটক করে। এ সময় জব্দ করা হয়েছে জেলেদের মাছ ধরার জাল ও আনুষঙ্গিক মালামাল।
আটক জেলেরা হচ্ছে- আব্দুর রহিম খান (৪৫), ইউসূপ ফরাজী (৪৪), শুকুর শেখ (২৬), হযরত আলী (৬০), আফজাল বেপারি (৪২), সোহেল রানা (৩০), মামুন হাওলাদার (২৮)। এদের বাড়ি মোংলার জয়মনি ও মোরেলগঞ্জ এলাকায় বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, আইন অমান্য করে মাছ ধরায় সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ