"ষ্টাফ রিপোর্টার "
পূর্ব সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়িতে লোকালয়ে বাঘ- মানুষের দ্বন্দ্ব নিরসনে নাইলন ফেন্সিং এর গুরুত্ব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি রেঞ্জ কর্মকর্তা মো: খলিলুর রহমান।ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলে বাওয়ালী মো: সেলিম মল্লিক,ভিটিআরটি সদস্য মো: জাকারিয়া হোসাইন,সিপিজি সদস্য শহিদুল ইসলাম সাচ্চু প্রমূখ।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ