ষ্টাফ রিপোর্টার:
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ধাবরী এলাকায় বনরক্ষীদের হাতে ডিঙ্গি নৌকাসহ দুই জেলে আটক হয়েছে। এ সময় চিংড়ি মাছ ও জাল জব্দ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেষ্টার তানভির হাসান ইমরানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে সোমবার (৪ আগষ্ট) ভোরে শরণখোলা রেঞ্জের ধাবরী খাল এলাকা থেকে একটি ডিঙি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে।আটক জেলেরা হচ্ছে, মাসুম হাওলাদার(২৯) জান্নাতুল আকন(১৯) এদের বাড়ী শরণখোলা গ্রামে। এসময় জব্দ করা হয়েছে দুই কেজি চিংড়ি ও একটি বেড় জাল। আটক এই জেলেরা অবৈধভাবে সুন্দরবনে গিয়ে মাছ ধরছিলো। বর্তমানে সুন্দরবনে প্রবেশ ও মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে। আগামী ৩১ আগষ্ট এই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনে পৃথক অভিযানে আটক দশ জেলের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ