স্টাফ রিপোর্টারঃ
পূর্ব সুন্দরবনে প্রবেশে এখন তিন মাসের নিষিদ্ধ সময় চলছে। কিন্তু অপতৎপরতা থেমে নেই বিষ প্রয়োগকারী জেলেদের । চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে বনরক্ষীরা বিপুল পরিমাণ বিষ দিয়ে ধরা চিংড়ি মাছ, কীটনাশক, ছয়টি নৌকা ও জাল জব্দ করেছে।এ সময় দুষ্কৃতিকারী জেলেরা পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে (৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা সুন্দরবনের জোংড়া এলাকার বড় বস্তা খালে অভিযান চালিয়ে ছয়টি জেলে নৌকা আটক করে। আটক নৌকা থেকে সুন্দরবনের খালে কীটনাশক প্রয়োগ করে ধরা ৩ মন বিষের চিংড়ি ও সাদা মাছ, ৫ টি বিষের বোতল, ৫ টি টোনা জাল ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।এ সময় দুষ্কৃতিকারী জেলেরা নৌকা ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়
পরে জব্দকৃত মাছ দাকোপ উপজেলা বন মামলা আদালতে উপস্থাপনের মাধ্যমে বিনষ্ট করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) দীপন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীদের নিয়ে স্পেশাল টীম গঠন করে জোংড়া টহল ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে নৌকা ও কীটনাশক দিয়ে ধরা মাছ জব্দ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ