"স্টাফ রিপোর্টার "
একদিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনের ছাপড়াখালিতে ফের উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ। মঙ্গলবার বিকেলে বনরক্ষীরা শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ছাপড়াখালি এলাকার বন্দেআলী খালসংলগ্ন সুন্দরবন থেকে বিপুল পরিমাণ হরিণ ধরার নাইলনের ফাঁদ উদ্ধার করেছেন।বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আব্দুস সবুরের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে ছাপড়াখালি হতে বন্দে আলী খাল পর্যন্ত হেঁটে টহলের সময় সুন্দরবনের মধ্যে পেতে রাখা প্রায় ২৫ কেজি হরিণ ধরা নাইলনের ফাঁদ উদ্ধার করেন। এ সময় বনরক্ষীরা ঘটনাস্থলে হরিণ শিকারিদের তৈরি করা একটি টংমাচা ধ্বংস করেন। বনরক্ষীদের উপস্থিতির টের পেয়ে শিকারিরা গহীন বনে পালিয়ে যায়। এর আগে ৩০ শে জুন সকালে সুন্দরবনের কচি খালির সুখপাড়া এলাকার সুন্দরবন থেকে ফাঁদসহ একজন শিকারীকে আটক করে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ