।ষ্টাফ রিপোর্টার।।
পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ধরায় মঙ্গলবার সকালে পৃথক ঘটনায় ১২ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে ৪টি ট্রলারসহ মাছ ধরার জাল ও আনুষঙ্গিক সরঞ্জাম। আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের সদস্যরা মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে টহলের সময় সুন্দরবনের চান্দেশ্বর ফরেষ্ট টহল ফাঁড়ির বনাঞ্চলের দরজারখাল ও কাতলেশ্বর খালে অবৈধভাবে জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যায়। বনরক্ষীরা দুটি খাল থেকে ৪টি ট্রলারসহ ১২ জেলেকে আটক করেন।এ সময় বনরক্ষীরা জেলেদের মাছ ধরার জাল, ৩৩ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ও আনুষঙ্গিক মালামাল জব্দ করেন। আটক জেলেরা হচ্ছে, আলতাফ (৪৫), ছলেমান (৩০), মোঃ সাব্বির (২৭), রাসেল (২৫), সাগর (১৮), দেলোয়ার (৩০), মজিবর (৫০), শামিম (২৩), মামুন (৩৬), নুরুল ইসলাম (৩২), শাহিন (৩০) ও রফিকুল (৪৫)। আটক জেলেরা সুন্দরবনে মাছ ধরায় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবনের অভয়ারণ্য এলাকার খালে মাছ ধরছিলো। এদের বাড়ী বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকায় বলে বনবিভাগ জানায়।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনের চান্দেশ্বর এলাকায় আটক জেলেরা আইন অমান্য করে অভয়ারণ্যের খালে মাছ ধরায় তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। ধৃত জেলেদের মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে বাগেরহাট কারাগারে প্রেরণ করেছেন বলে ডিএফও জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ