শরণখোলা দর্পণ প্রতিবেদন
পূর্ব সুন্দরবনে একদিনের ব্যবধানে বনরক্ষীরা আরো একটি মাছ শুটকি করনের জ্বলন্ত রংঘর (মাছ শুকানোর মাচা) খুঁজে পেয়েছে। রংঘরের মাচায় বিপুল পরিমাণ চিংড়ি শুটকি জব্দ করা হয়েছে। বনরক্ষীরা রংঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্মার্ট টহল টিম-১ এর বনরক্ষীরা ১৫ জুলাই সুন্দরবনের চরা পুটিয়া টহল ফাঁড়ির এলাকার বনে হেঁটে ব্যাপক তলাশী কার্যক্রম চালান। মঙ্গলবার দুপুরে বনক্ষীরা তল্লাশির একপর্যায়ে চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন গাজিপুরা ভারানীর সুন্দরবনের মধ্যে চিংড়ি মাছ শুটকি করা অবস্থায় একটি একটি জ্বলন্ত রংঘর (মাচা) খুঁজে পায়। এ সময় সেখানে থাকা শুটকি মাছ শুকানোর কাজে নিয়োজিত ৩-৪ জন লোক বনরক্ষীদের দেখতে পেয়ে গহীন বনে পালিয়ে যায়। বনরক্ষীরা রং ঘরের জ্বলন্ত আগুন নিভিয়ে ফেলেন। এ সময় রংঘরের মাচা থেকে বিপুল পরিমাণ চিংড়ি শুটকি জব্দ করেন বনরক্ষীরা। পরে বনরক্ষীরা রংঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন । রংঘর থেকে উদ্ধার করা চিংড়ি শুটকি চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে যান বনরক্ষীরা। এর আগে ১৪ জুলাই সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতির কেচুয়ার খাল এলাকার বন থেকে অনুরূপ একটি রংঘর খুঁজে পেয়ে মনোক্রেতা গুঁড়িয়ে দেয়।
বন সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, রামপাল মোংলা ও কয়রা এলাকার একশ্রেণীর অসাধু জেলে দীর্ঘদিন ধরে বনবিভাগের কতিপয় বনরক্ষীদের ম্যানেজ করে সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে চিংড়ি মাছ ধরে। সেই চিংড়ি মাছ বনের মধ্যে তাদের বানানো মাচার উপরে রেখে নিচে আগুন জ্বালিয়ে মাছ শুটকি করে বিভিন্ন এলাকায় পাচার করে আসছে।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডি এফ ও) মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী আজ মঙ্গলবার রাত সাড়ে দশটায় "শরণখোলা দর্পণ"কে বলেন,তার নির্দেশে বনরক্ষীরা সুন্দরবনের মধ্যে কঠোর পরিশ্রম করে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। শুটকির জন্য রং ঘর বানানো এলাকার টহল ফাঁড়ির দায়িত্বরত বন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে শোকজ করা হয়েছে। সুন্দরবন ও বন্যপ্রাণী রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বন অপরাধীদের রাতের ঘুম হারাম করে দেওয়া হবে বলে ডিএফও জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ