।।ষ্টাফ রিপোর্টার।।
পুর্ব সুন্দরবনের দুবলার মাঝেরচরে আজ শুক্রবার বিকেলে বনরক্ষীরা একটি অসুস্থ হরিণ উদ্ধার করেছে। হরিণটিকে মিষ্টি পানি ও কেওড়া পাতা খাইয়ে নীবিড় পর্যবেক্ষণে রেখেছেন বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুব্রত কুমার দাস শুক্রবার বিকেলে মোবাইল ফোনে বলেন, আজ বিকেল ৩টার দিকে তারা হেটে বনের মধ্যে টহলের সময় মাঝেরচরে একটি হরিণকে মাটিতে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে হরিণটিকে উঠিয়ে দাড়ানোর চেষ্টা করলে হরিণটি দাড়াতে পারছিলোনা। পরে হরিণকে মিষ্টি পানি ও কেওড়া পাতা খাওয়ানো হলে হরিনটি কিছুটা সুস্ত্ববোধ করে। ধারনা করা হচ্ছে না খেয়ে হরিনটি অসুস্থ্য হয়ে পড়েছে।
হরিণটিকে অফিসে এনে নীবিড় পর্যবেক্ষণে রাথা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে ওকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ