বিড়াল মানুষের অন্যতম প্রিয় পোষ্য প্রাণী। বিশেষ করে লম্বা লোম, শান্ত স্বভাব আর রাজকীয় চেহারার কারণে পার্সিয়ান বিড়াল বর্তমানে অনেকের প্রথম পছন্দ। দেশি বিড়ালের পাশাপাশি এখন শহরাঞ্চলে এই বিশেষ প্রজাতির চাহিদা দ্রুত বাড়ছে। তবে পোষ্য হিসেবে ঘরে আনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
পার্সিয়ান বিড়ালের দাম নির্ভর করে তার প্রজাতি, লোমের মান, শরীরের গঠন ও চোখের রঙের ওপর। সাধারণত বাজারে ৮ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকার মধ্যেই এই বিড়াল পাওয়া যায়। প্রজাতি যত উন্নত, খরচও তত বেশি।
এই বিড়ালের কয়েকটি জনপ্রিয় ভ্যারাইটি আছে—
ডল ফেস
পেকে-ফেস
এক্সটিক শর্টহেয়ার
টিকাপ
এর মধ্যে ডল ফেস পার্সিয়ান সবচেয়ে জনপ্রিয় এবং দামও তুলনামূলক বেশি।
পার্সিয়ান বিড়াল মাছ খেতে ভালোবাসে, তবে কাঁটা আগে থেকে বেছে দিতে হয়। টুনা ও স্যামন জাতীয় সামুদ্রিক মাছ তাদের পছন্দ। এছাড়া টিনজাত খাবার এবং হাড় ছাড়া সেদ্ধ মুরগিও খাওয়ানো যায়।
এই প্রজাতির আসল সৌন্দর্য তার লম্বা লোম। তাই নিয়মিত আঁচড়ানো ও বিশেষ শ্যাম্পু- কন্ডিশনার দিয়ে যত্ন নিতে হবে। সাধারণত মাসে একবার গোসল করানোই যথেষ্ট।
পার্সিয়ান বিড়ালের সবচেয়ে সাধারণ সমস্যা হলো চোখ দিয়ে পানি পড়া ও নাক বন্ধ হয়ে যাওয়া। এদের ঠান্ডা ও অ্যালার্জি তুলনামূলক বেশি হয়। তাই বছরে অন্তত দু’বার ভেটেরিনারিয়ান ডাক্তার দেখানো জরুরি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ