মোঃ খলিলুর রহমান শাহিন, বরগুনা জেলা প্রতিনিধি:
দেশের সর্বদক্ষিণের উপজেলা পাথরঘাটা এর পশ্চিমে বলেশ্বর নদী, পূর্বে বিষখালী নদী, আর দক্ষিণে উত্তাল বঙ্গোপসাগর। চারদিকে পানি থৈ থৈ করলেও এখানকার মানুষের ভাগ্যে নেই এক ফোঁটা বিশুদ্ধ পানি। গত ছয় মাস ধরে পাথরঘাটা পৌরসভার বাসিন্দারা চরম পানির সংকটে দিন পার করছেন।
বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ছয়টি সাপ্লাই পাম্পের মধ্যে চারটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে। ফলে বেশিরভাগ এলাকায় পানির সরবরাহ সম্পূর্ণ বন্ধ। মাসের পর মাস পানি না পেলেও পৌরবাসীকে নিয়মিত গুনতে হচ্ছে পানির বিল এ যেন ‘জলবিহীন বিল-নিপীড়ন’ বলে মন্তব্য করছেন স্থানীয়রা।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাপ্লাই পানির ইউনিট রেট অন্যান্য পৌর এলাকার তুলনায় বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ গ্রাহকদের। কেউ কেউ বলছেন, পানি না দিয়ে বিল নেওয়া বেআইনি ও জনবিরোধী সিদ্ধান্ত।
পাথরঘাটা পৌর শহরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন জানান, আমার বাড়ি একটু উঁচু স্থানে হওয়ায় গত দেড় বছর ধরে এক ফোঁটা পানিও পাইনি, অথচ প্রতি মাসে বিলের কাগজ ঠিকই বাড়িতে পৌঁছে যায়। খাওয়ার পানি অনেক দূর থেকে কিনে আনতে হচ্ছে, গোসল তো অনেকটাই বিলাসিতা হয়ে গেছে।
সাগর ও নদীর পানির উচ্চমাত্রার লবণাক্ততার কারণে তা ব্যবহারের অনুপযোগী। ফলে পৌরসভার মানুষ সম্পূর্ণভাবে নির্ভরশীল সাপ্লাই পানির উপর। কিন্তু সেই পানির সরবরাহই এখন অচল।
এই সংকট মোকাবেলায় একাধিকবার মানববন্ধন ও পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। আশ্বাস মিললেও বাস্তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পৌরবাসীর।
পাথরঘাটা পৌরসভা পানি সরবরাহ শাখার গ্রাহক সদস্য মোহাম্মদ খলিলুর রহমান জানান, পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণেই আজ এই সংকট। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পাম্পগুলো বিকল হয়ে আছে। পৌরবাসীর তোপের মুখে দায়িত্বশীলরা আশ্বাস দিলেও সমাধান অনিশ্চিত।
পাথরঘাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার জানান, কয়েকটি ওয়ার্ড উঁচু হওয়ায় সেসব জায়গায় সাপ্লাই পানি সরবরাহ করতে সমস্যা হয়। তবে সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় আছে। দ্রুতই কাজ শুরু হবে।
পাথরঘাটা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, পানি সরবরাহ না করতে পারায় আমরা দুঃখিত। যেসব এলাকায় পানি সরবরাহ করা সম্ভব হয়নি, সেসব জায়গার বাসিন্দাদের বিল কমিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পাথরঘাটা পৌরসভায় মাটির নিচে পাথর থাকায় গভীর নলকূপ বসানো সম্ভব না হওয়ায় শহর থেকে ১৩ কিলোমিটার দূরে ১৪ ফুট গভীরে নলকূপের পাইপ বসিয়ে পাথরঘাটা পৌর শহরে পানি সরবরাহ করা হয়। যার কারণে প্রায়শই,যান্ত্রিক ত্রুটি ও বিদ্যুতের লোভোল্টেজের কারণে পানি সরবরাহ ব্যাহত হয়।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ