দুই দিনের সরকারি সফরে শনিবার (২ এপ্রিল) লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জিও টিভির প্রতিবেদন অনুসারে, এটিই প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের পাকিস্তানে প্রথম সরকারি সফর।
প্রতিবেদনে জানানো হয়, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং পিএমএল-এন সভাপতি নওয়াজ শরীফ পেজেশকিয়ানকে স্বাগত জানিয়েছেন। তার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলে সিনিয়র মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।
বিমানে ওঠার আগে তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান বলেন, এই সফরের উদ্দেশ্য ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা।
সফরকালে দুই দেশের সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি সম্পর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। পেজেশকিয়ান বলেন, 'আমরা বিশ্বাস করি আন্তঃসীমান্ত বাজার এবং সংযোগ পারস্পরিক সহযোগিতার জন্য নতুন পথ খুলে দিতে পারে।'
জিও নিউজ জানিয়েছে, পেজেশকিয়ান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। সবশেষ ২৬ মে শেহবাজ ইরান সফর করেছিলেন এবং ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ