গত মে মাসে পাকিস্তানের মাটিতে সিরিজ হারলেও এবার ঘরের মাঠে দাপট দেখালো টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানের নাটকীয় জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এটাই পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রথম জয়।
মঙ্গলবার (২২ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১২৫ রানেই গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ওপেনার নাঈম শেখ ৩ রানে ফেরেন। দ্রুতই ফিরে যান অধিনায়ক লিটন দাস (৯), তাওহীদ হৃদয় (রান আউট), এবং পারভেজ ইমন (১৩)। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
তবে শেখ মাহেদী ও জাকের আলির গুরুত্বপূর্ণ জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাহেদী ২৫ বলে করেন ৩৩ রান, আর জাকের ৪৮ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে বাংলাদেশ তোলে ১৩৩ রান।
পাকিস্তানের পক্ষে সালমান মির্জা, আহমেদ দানিয়েল ও আব্বাস আফ্রিদি ২টি করে উইকেট নেন।
মাত্র ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমেও চাপে পড়ে পাকিস্তান। শরিফুল ইসলামের আগুন ঝরা বোলিংয়ে ১৫ রানে ৫ উইকেট হারায় দলটি। শরিফুল একাই তুলে নেন ফখর জামান, সাইম আয়ুব ও আব্বাস আফ্রিদির গুরুত্বপূর্ণ উইকেট।
পরে ফাহিম আশরাফ ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচে উত্তেজনা ফেরান। আহমেদ দানিয়েলও শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে শেষ ওভারে প্রয়োজনীয় ১৩ রান তুলতে ব্যর্থ হয় পাকিস্তান। শেষ পর্যন্ত ১২৫ রানেই অলআউট হয়ে যায় তারা।
বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৩টি উইকেট শিকার করেন। শেখ মাহেদী ও তানজিম সাকিব নেন ২টি করে উইকেট, আর একটি করে উইকেট নেন রিশাদ ও মোস্তাফিজ।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এর আগে ৬টি টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়ে টাইগাররা মাত্র একবার জয় পেয়েছিল, সেটিও একমাত্র ম্যাচের সিরিজে। এবারই প্রথমবার একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
তৃতীয় ম্যাচেও জয় পেলে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ