বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা কম থাকলেও আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (১২ জুলাই) দেয়া পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের মৌসুমি বায়ু বিরাজ করছে।
প্রথম দিন (শনিবার)
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
দ্বিতীয় দিন (রবিবার)
দেশের প্রায় সব বিভাগ—রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তৃতীয় দিন (সোমবার)
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রামের অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
চতুর্থ দিন (মঙ্গলবার)
প্রায় সব বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এই দিনে সার্বিকভাবে বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়তে পারে।
পঞ্চম দিন (বুধবার)
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে আবারও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ