প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৬:২৬ পি.এম
পশ্চিম সুন্দরবনের নলবুনিয়ায় ১ টি নৌকা, বিষের বোতল, ভেষালী জাল জব্দ করেছে বনরক্ষীরা

সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের আওতাধীন নলবুনিয়া খাল এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের সময় একটি নৌকা, বিষের বোতল জাল, ৩০লিটারের একটি পানির ড্রাম , ১টি দা জব্দ করেছে বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা।
বুধবার (২০ আগষ্ট) দিনগত রাত আনুমানিক ৮ দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান নেতৃত্ব নিয়মিত টহল পরিচালনার সময় নলবুনিয়া খাল এলাকায় থেকে জব্দ করা হয়। এসময় বন বিভাগের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা।
বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় নলবুনিয়া খাল এলাকায় থেকে অভিযান চালিয়ে ১টি নৌকা, ১টি ভেষালী জাল, এক বোতল বিষের বোতল, ৩০ লিটারের ১টি পানির ড্রাম , ১টি দা জব্দ করেছি। আমাদের বন বিভাগের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। এবিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ