নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দুর্নীতি বিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে হাজারো তরুণ রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে কারফিউ ঘোষণা করেছে নেপাল সরকার।
এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফিফা প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জরুরি বৈঠক শেষে নেপাল সরকার ও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, বিকেল সোয়া ৩টায় অনুশীলনের সূচি থাকলেও নিরাপত্তাজনিত কারণে দুপুরে অনুশীলন বাতিলের খবর দেওয়া হয়। বর্তমানে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন লাল-সবুজের দল হোটেলেই নিরাপদে অবস্থান করছে।
এদিকে বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা। নেপাল পুলিশ বলছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।
বাংলাদেশ-নেপালের প্রীতি সিরিজের প্রথম ম্যাচ যথাসময়ে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচের ভাগ্য নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উন্নতির ওপর।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ