সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ দল। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি।
প্রথমার্ধে ৩৮ মিনিটে থৈনু মারমা একক প্রচেষ্টায় প্রথম গোল এনে দেন। এর কিছুক্ষণ পর প্রীতি দলের হয়ে দ্বিতীয় গোল করেন। তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমায় নেপাল (২-১)।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৭৬ মিনিটে কর্নার থেকে গোল করে প্রীতি ব্যবধান বাড়ান। নয় মিনিট পর আবারও জালের দেখা পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ফলে নির্ধারিত সময়ে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
এই জয়ের পর চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৯। শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে লাল-সবুজের মেয়েদের এখন ভারতের বিপক্ষে জয় প্রয়োজন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ