আন্দোলনে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে ছিল ‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি), যারা সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা নেতানিয়াহুর সফরের তীব্র সমালোচনা করে এবং গাজায় চলমান ইসরাইলি অভিযানের পেছনে মার্কিন সমর্থন প্রত্যাহারের আহ্বান জানায়।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একইদিন সাংবাদিকদের জানান, গাজা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি নিয়ে হামাসের সঙ্গে একটি সমঝোতা সম্ভব হতে পারে। নেতানিয়াহুর সঙ্গে আসন্ন বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তইসরাইলের সঙ্গে আমরা বহু বিষয়ে কাজ করছি;তার মধ্যে একটি হচ্ছে ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তির সম্ভাবনা।
যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহু হোয়াইট হাউস ছাড়াও ডেমোক্র্যাট ও রিপাবলিকান;উভয় দলের সিনিয়র কংগ্রেস সদস্য এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ