মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে না খেলার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে রোববার (২৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচে সিনসিনাটির বিপক্ষে এই দুই অভিজ্ঞ খেলোয়াড়কে পাচ্ছে না মায়ামি।
এমএলএস অল-স্টার দলে প্রাথমিকভাবে মেসি ও আলবার নাম থাকলেও তারা ম্যাচে অংশ নেননি। ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগেই এমএলএসকে জানিয়েছিল তাদের অংশ না নেওয়ার বিষয়টি। তবে কোনো চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন বা চোটের সুনির্দিষ্ট প্রমাণ না দেওয়ায়, নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
চলতি মৌসুমে ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতার আসনে আছেন লিওনেল মেসি। শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তাই তাকে না পাওয়াটা বড় ধাক্কা ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানোর জন্য।
মাসচেরানো বলেন,
“আমার দল মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। প্রতি তিন দিনে ম্যাচ খেলার কারণে মেসির মধ্যে কিছুটা অবসাদ দেখা যাচ্ছে। খেলোয়াড়দের মধ্যে সবসময় কিছু না কিছু শারীরিক অস্বস্তি থাকে।”
মেসি ও আলবার অনুপস্থিতিতে সিনসিনাটির বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ