দীর্ঘ সময় পর্ন তারকা হিসেবে কাজ করার পর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন জাপানি বংশোদ্ভূত জনপ্রিয় প্রাক্তন প্রাপ্তবয়স্ক শিল্পী রায়ে লিল ব্ল্যাক। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন—পর্ন ইন্ডাস্ট্রিকে চিরতরে বিদায় জানিয়ে এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নতুন জীবনের পথে হাঁটছেন।
মূলত ‘লিল ব্ল্যাক’ নামে পরিচিত এই তারকা কিছুদিন আগেই মালয়েশিয়ায় ভ্রমণে গিয়ে আত্মিক পরিবর্তনের অনুভব করেন বলে জানান। এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া গিয়েই তার মনে আসে গভীর ধর্মীয় উপলব্ধি। এরপর থেকেই শুরু করেন নিজের পাপ মোচনের চেষ্টা।
চলতি বছরের রমজানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘শ্রী সেন্দায়ান মসজিদের’ সামনে বোরখা পরে অংশ নিতে দেখা যায় তাকে। সেই ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই সময় থেকেই জল্পনা শুরু হয় তার পরিবর্তন নিয়ে।
তিনি জানান, টাকা-পয়সা, খ্যাতি, বিলাসবহুল জীবন সবই ছিল তার কাছে। তবুও মনে হতো কিছু একটা নেই—শূন্যতা যেন গ্রাস করত তাকে। সেই শূন্যতা পূরণ করতেই তিনি গ্রহণ করেছেন ইসলাম। লিল ব্ল্যাক এখন পরিচিত হচ্ছেন নতুন নামে—নূরে ইস্তেকবাল।
বর্তমানে ইনস্টাগ্রাম ও টিকটকে নিয়মিত ইসলাম বিষয়ক কনটেন্ট তৈরি করছেন তিনি। তবে তার এই পরিবর্তনকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, এটি সস্তা জনপ্রিয়তা পাওয়ার উপায়। কেউ কেউ সন্দেহ করছেন তার অভিপ্রায় নিয়ে।
সমালোচকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় লিল বলেন,
"আমি জান্নাতে যাব কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা তোমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ো, আমারটা আমি বুঝে নেব।"
বিশ্বজুড়ে অনেকেই এখন তার এই রূপান্তরকে অভিনন্দন জানাচ্ছেন, আবার কেউ খুঁজছেন এর গভীরতর ব্যাখ্যা। তবে বিতর্ক যাই হোক না কেন, নূরে ইস্তেকবালের ভাষায়— “এটা আমার নিজের সিদ্ধান্ত, নিজের উপলব্ধি, আর নিজের দায়বদ্ধতা।”
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ