রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) এবার ১৪৭টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে তিনটি দলের একাধিক আবেদন থাকায় মোট ১৪৪টি দল নিবন্ধনের জন্য চূড়ান্ত আবেদন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২৬ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, এই বিপুল সংখ্যক আবেদন প্রাথমিকভাবে পর্যালোচনার জন্য ২০ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে তিনি জানান, এবার রাজনৈতিক প্রতীকের সংখ্যা বাড়ানো হতে পারে।
তিনি বলেন, “প্রতীক বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে দল বৃদ্ধির কারণে। যাচাই-বাছাই শেষে সবকিছু কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে।”
ভোটার তালিকা সংশোধন নিয়েও কথা বলেন ইসি সচিব। তিনি জানান, ভোটার তালিকায় কারা এবং কোন সময় পর্যন্ত যুক্ত হতে পারবেন, তা নির্বাচন কমিশন যৌক্তিকভাবে নির্ধারণ করবে। এরই মধ্যে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সীমানা পুনঃনির্ধারণ প্রসঙ্গে তিনি জানান, ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন এসেছে। এসব আবেদন এখন পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে আখতার আহমেদ বলেন, “নির্বাচনী প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী সামগ্রী ক্রয়ের কার্যক্রম সম্পন্ন হবে।”
নিবন্ধনের এত বিপুল আবেদন ইঙ্গিত দেয়—আগামী জাতীয় নির্বাচনে রাজনীতির ময়দান আরও বেশি ব্যস্ত ও প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠতে চলেছে। একদিকে দলগুলো প্রতীক পেতে মরিয়া, অন্যদিকে নির্বাচন কমিশন ব্যস্ত নিবন্ধন ও সীমানা নির্ধারণের কাজ নিয়ে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ