প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ১১:২৬ পি.এম
দেশে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে: ১২ দিনে রেমিটেন্স ছাড়াল ১০০ কোটি ডলার

চলতি অগাস্ট মাসের বারো দিনে ১ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার (১০৫ কোটি ডলার) রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
আগের বছরের অগাস্টের একই সময়ে রেমিটেন্স এসেছিল ৭২১ মিলিয়ন ডলার (৭২ কোটি ১০ লাখ ডলার); সে হিসাবে এবার রেমিটেন্স বেড়েছে ৪৬ শতাংশ।
বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, অগাস্টের আগে জুলাইয়ের পুরো সময়ে ব্যাংকিং চ্যানেলে ২৪৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত ৩৫৩ কোটি ডলার এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৪ শতাংশ বেশি। গত বছরের ওই সময়ে রেমিটেন্স এসেছিল ২৬৩ কোটি ডলার।
চলতি বছরেই ডলারের দর বাজারভিত্তিক করে দেয় বাংলাদেশ ব্যাংক। রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়েছে। আগের মত আমদানি ও বকেয়া বিল পরিশোধের চাপ নেই। এতে ডলারের চাহিদা কম রয়েছে। ফলে জুলাইতে ডলার দর নামতে দেখা যায়।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ