।।ষ্টাফ রিপোর্টার।।
পূর্ব সুন্দরবনের দুবলারচরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ। বুধবার দুপুরে বনরক্ষীরা দুবলার আলোরকোল বনাঞ্চল থেকে ৬শ ফুট নাইলনের তৈরী ফাঁদ উদ্ধার করে। পরে উদ্ধার করা ফাঁদ আগুনে পোড়ানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) দুপুরে দুবলার জেলেপল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাসের নেতৃত্বে দুবলা ও আলোরকোল টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে আলোরকোলের ভবানীর খাল সংলগ্ন বনাঞ্চল এলাকায় হেটে টহলকালীন সময়ে বনের মধ্যে শিকারীদের জমা করে রাখা ৬০০ফুট হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ করেন। জব্দ করা নাইলনের তৈরী ফাঁদের ওজন আনুমানিক ৩০ কেজি।পরে বুধবার সন্ধ্যায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশে আলোরকোলে ফাঁদ গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব দুবলারচরে হরিণ ধরা ফাঁদ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ