ছবির ক্যাপশনঃ
পূর্ব সুন্দরবনের দুবলারচরে বৃহস্পতিবার সকালে বনরক্ষীরা তিনটি ট্রলারসহ ২৭ জেলেকে আটক করেছে।##
।।ষ্টাফ রিপোর্টার।।
পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় বৃহস্পতিবার সকালে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা ২৭ জেলেসহ তিনটি ট্রলার আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে মাছ ধরার জাল।
বনবিভাগ সূত্রে জানা যায়,পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের সদস্যরা নিয়মিত টহল কালে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে দুবলার মেহেরআলী ও ডিপোরখাল থেকে ২৭ জন জেলেসহ তিনটি ট্রলার আটক করে। এ সময় জব্দ করা হয় জেলেদের মাছ ধরার জাল ও অন্যান্য সমাগ্রী। আটক জেলেরা বনবিভাগের মাছ ধরার পাস পারমিট ছাড়াই সুন্দরবনের নদী ও খালে মাছ ধরতে গিয়েছিলো বলে বনরক্ষীরা জানান। জেলেদের বাড়ী খুলনার কয়রা,বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা এলাকায়। স্মার্ট টীমের সদস্যরা আটক ট্রলার ও জেলেদের আলোরকোল ফরেষ্ট্ টহল ফাঁড়িতে সোপর্দ করেছে ।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, দুবলারচরে ট্রলারসহ আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হবে । বর্তমানে ১জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সুন্দরবনে মাছধরা ও প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা জারী রয়েছে বলে এসিএফ জানিয়েছেন।##
##
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ