লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর ফিরে এসেছে। শরণখোলা রাজৈর মৎস্যঘাটে নোঙ্গর করে আছে বোটের বহর। বুধবার দুপুরে তোলা ছবি।
ষ্টাফ রিপোর্টার:
দশ দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে আবার লঘুচাপের কবলে পড়েছেন জেলেরা। লঘুচাপের প্রভাবে সৃষ্ঠ উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর মাছ ধরা বন্ধ রেখে দুদিন যাবৎ সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে নোঙর করে আছে। আবহাওয়া বিভাগ ৩নং সতর্ক সংকেত জারী করেছে।
পূর্ব সুন্দরবনের দুবলার ভেদাখালী খালে নিরাপদ আশ্রয়ে থাকা ফিশিংবোট মাঝি বাগেরহাটের বগা এলাকার ইলিয়াস হোসেন, বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে বলেন, সাগরে ঝড়ো হাওয়ায় সৃষ্ট উত্তাল সাগরে টিকতে না পেরে গত দুদিন যাবৎ অনেক ফিশিংবোট সুন্দরবনের বিভিন্ন স্থানের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে। বর্তমানে প্রচুর বৃষ্টিপাতের সাথে সাগরে ঝড়ো হাওয়া বইছে বলে মাঝি ইলিয়াস হোসেন জানান।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, দশদিনের ব্যবধানে সাগরে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে সাগরে ঝড়ো হাওয়া বইছে প্রবল ঢেউয়ে মাছ ধরতে না পেরে দুইদিন যাবৎ সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন স্থানে শত শত ফিশিংবোট নিরাপদ আশ্রয় নিয়েছে। এর আগে ১৮ আগষ্ট সাগরে লঘূচাপ সৃষ্টি হয়েছিলো। সোমবার রাত থেকে ফিশিংবোটবহর উপকূলের দিকে ছুটতে শুরু করে। কিছ বোট সুন্দরবনের মেহেরআলী, ভেদাখালী,আলোরকোল খালসহ উপকূলের মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা,শরণখোলা, রায়েন্দাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। এবছর কয়েকদিন পর পর সাগরের আবহাওয়া খারাপ হচ্ছে বলে আবুল হোসেন জানান
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরের অবস্থা খারাপ হওয়ায় ফিশিংবোটবহর উপকূলে ফিরে এসেছে। গত মঙ্গলবার পাথরঘাটা এলাকার একটি ফিশিংবোট ঝড়োহাওয়ায় সাগরে ডুবে গেছে বলে গোলাম মোস্তফা চৌধূরী জানান।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দ্বুলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুব্রত কুমার দাস মোবাইল ফোনে বুধবার দুপুরে বলেন, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। প্রচন্ড ঢেউ ও ঝড়ো বাতাসে সাগরে টিকতে না পেরে ফিশিংবোটসমূহ উপকূলের দিকে চলে গেছে কিছু ফিশিংবোট সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।##
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ