উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র জানায়, মঙ্গলবারই বার্ন ইউনিটে অভিজ্ঞ দু’জন চিকিৎসক এবং নার্সদের একটি ছোট দল ঢাকায় পৌঁছাবে। তারা দগ্ধ রোগীদের চিকিৎসায় সহায়তা করবেন। পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধপত্রও পাঠানো হচ্ছে।
গতকাল দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে দ্রুত এই সহায়তা কার্যকর করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ‘এক্স’ প্ল্যাটফর্মে পোস্ট করে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান, এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
ঢাকাস্থ ভারতীয় দূতাবাস ও দিল্লির কূটনৈতিক মহলের সমন্বয়ে এখন পর্যন্ত চিকিৎসক দল পাঠানো ছাড়াও আরও সহযোগিতার প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
সূত্র - বিবিসি বাংলা
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ