প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৯:০৮ পি.এম
ডেঙ্গুর হট স্পট পাথরঘাটাঃ ২ দিনে হাসপাতালে ভর্তি ২৫, মৃত্যু ১জনের

অমল তালুকদার: পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ২৫ জন রোগী। এ সময় মারা গেছেন একজন রোগী।
সোমবার ( ৭ জুলাই) বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে দেখা গেছে, ৬ জুলাই রবিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ দিন ভোরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাথরঘাটার সাইফুল (৩০) নামে একজন রোগী মারা গেছেন।
হাসপাতালে গিয়ে রোগী ও তাদের স্বজনদের অবর্ণনীয় দুর্ভোগ চোখে পড়েছে। রোগীদের রয়েছে নানান অভিযোগ। এরমধ্যে ডেঙ্গু ওয়ার্ড সহ-সাধারণ ওয়ার্ড এর রোগীদের বেড সংকট উল্লেখ করার মতো। গোটা হাসপাতালে বিরাজ করছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতালে ডেঙ্গুর ভ্যাকসিন এবং ওষুধ সহ চিকিৎসক সংকট নিরসনে বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি কামনা করেছেন রোগী ও সাধারণ মানুষ।
ছবি;মৃত্যু সিরাজুম মনিরা
এর আগে গত ২৮ জুন সকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান উপজেলা পরিষদের চীফ এসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩)। সিরাজুম মুনিরা পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তিনি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনদিন চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভাণ্ডারিয়া নামক স্থানে তিনি মারা যান।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রাফিউল ইসলাম বলেন, বরগুনা জেলা এবং এই জেলার পাথরঘাটায় ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। #
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ