জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে তারা ইনিংস ও ৩৫৯ রানে জয় পায়। এটি টেস্ট ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়।
নিউজিল্যান্ডের তরুণ পেসার জ্যাকারি ফোকস অভিষেকেই বল হাতে ঝড় তোলেন। প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে মোট ৯ উইকেট শিকার করেন তিনি।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে থামে মাত্র ১২৫ রানে। জবাবে ডেভন কনওয়ে (১৫৩), হেনরি নিকোলস (১৫০*) এবং রাচিন রবীন্দ্র (১৬৫*)-এর সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা। টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো এক ইনিংসে একই দলে তিন ব্যাটার দেড়শ রানের বেশি করেন।
দ্বিতীয় ইনিংসে ম্যাট হেনরির দুই উইকেটের পর ফোকস জিম্বাবুয়ের মধ্য ও নিম্নক্রম ধসিয়ে দেন। শেষ পর্যন্ত ১১৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। ম্যাচে ২৫ ওভারে ৭৫ রানে ৯ উইকেট নিয়ে অভিষেকে নজরকাড়া রেকর্ড গড়েন ফোকস।
সিরিজে ১৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন হেনরি, আর ম্যাচসেরা কনওয়ে। দুই ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে সফর শেষ করল নিউজিল্যান্ড।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ