শামীম ওসমান মহেশপুর (ঝিনাইদহ)থেকে-
ঝিনাইদহের মহেশপুর উপজেলা ফতেপুর ইউনিয়নে রবিবার বিকালে বিএনপি নেতা মনির খান গণ সংযোগ করেন। এ সময় তিনি ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খানের স্ত্রীর কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। ফতেপুর ইউনিয়ন বিএনপির অফিসে গোলাম ফারুক খানের সাথে কিছু সময় কাটান এবং তাকে সান্ত্বনা দেন। পরে তিনি পুরন্দপুর ভাটামতলা বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপি'র৩১ দফা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন তিনি জনগণকে ৩১ দাবা বাস্তবায়নের সহযোগিতার আহ্বান জানান। পথসভায় সভাপতিত্ব করেন মুসা মন্ডল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবির হোসেন। শত শত মানুষ এই পথসভায় যোগদান করে মনির খান কে অভিনন্দন জানান।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ