গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার। সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এদিন দেশের সব মোবাইল গ্রাহক পাবেন ১ জিবি ফ্রি ইন্টারনেট, যা ৫ দিন মেয়াদে ব্যবহার করা যাবে।
কীভাবে পাবেন এই ফ্রি ইন্টারনেট?
বিটিআরসি জানিয়েছে, গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে হবে।
🔹 গ্রামীণফোন: *121*1807#
🔹 রবি: *4*1807#
🔹 বাংলালিংক: *121*1807#
🔹 টেলিটক: *111*1807#
বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ জানিয়েছে, “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালন, জন-আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে এই ফ্রি ইন্টারনেট প্রদান করা হচ্ছে। মোবাইল অপারেটরদের ৯ জুলাই এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ