ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল টাইগার যুবারা। শুক্রবার (১ আগস্ট) হারারেতে জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে অলআউট করে ৮ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে যুবারা।
প্রথমে ব্যাট করে ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বল হাতে বাংলাদেশের হয়ে চারটি উইকেট শিকার করেন ইকবাল। দুটি করে উইকেট নেন স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার।
জবাবে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ষষ্ঠ বলেই রিফাত বেগ শূন্য রানে আউট হন। তবে এরপর আজিজুল হক তামিম (৪৭*) ও রিজান হোসেন (২১) দলকে ৮ উইকেট ও ৩৪.৫ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ে তিন ম্যাচে সমান তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক জিম্বাবুয়ে এখনও কোনো জয় পায়নি।
সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে আর একটি করে ম্যাচ খেলবে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ