প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১১:০৩ পি.এম
জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন নাহিদ

হৃদযন্ত্রের ব্লক সারাতে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জামায়াত আমিরকে দেখতে তিনি গুলশানের ইউনাইডেট হাসপাতালে যান। সেখানে জামায়াত আমিরের সঙ্গে একান্তে কথা বলেন তিনি।
এ সময় নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
আমিরে জামায়াতের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। সেই সঙ্গে তিনি এসংক্রান্ত একটি ছবিও শেয়ার করেছেন।
পিএস মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাইপাস সার্জারির জন্য আমিরে জামায়াতের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। যেটুকু রেজাল্ট হাতে পেয়েছেন তাতে তিনি শারীরিকভাবে ফিট আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার তার অপারেশন হবে।
এর আগে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেলে বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই তিনি ঢলে পড়েন। পরে নেতাকর্মীরা দ্রুত তাকে সামলে নেন। এরপর তিনি আবার উঠে বক্তব্য শুরু করলেও কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো পড়ে যান। এরপর তিনি মঞ্চেই বসে বক্তব্য শেষ করেন।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ