রাতে আলমারি থেকে নগদ টাকা ও গয়না বগলদাবা করে পাশের বাড়ির খাটে শুয়ে পড়েছিলেন এক চোর। আর ভোরবেলা যখন বাড়ির মালিকের ঘুম ভাঙে তখনই ধরা খেলেন তিনি। কানপুরের নাজিরাবাদ এলাকায় ঘটেছে এই আজব ঘটনা, যা শুনে প্রতিবেশীরাও অবাক।
স্থানীয়দের বরাতে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় ওই ব্যক্তি প্রথমে বিনোদ কুমারের বাড়িতে ঢুকে আলমারি ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যান। এরপর পাশের বাড়ি, বিনোদের ভাই অনিল কুমারের ঘরে ঢুকে একইভাবে টাকা ও গয়না চুরি করেন। একের পর এক চুরি করে ক্লান্ত হয়ে পড়েন তিনি। আর এ কারণেই অনিলের ঘরের খাটে শুয়ে পড়েন বিশ্রামের জন্য।
অনিল পেশায় একজন ইলেকট্রিক রিকশাচালক। ভোরে ঘুম থেকে ওঠে অপরিচিত একজনকে নিজের ঘরে ঘুমোতে দেখে হতভম্ব হয়ে যান তিনি। ঘর ঘেঁটে দেখেন আলমারি ভাঙা, কিছু জিনিসপত্র নেই আর কিছু তো একেবারেই গায়েব। পরে ঘুমন্ত ব্যক্তিকে তল্লাশি করে হারানো টাকা ও গয়না উদ্ধার করেন। শোরগোল শুনে অনিলের স্ত্রী বাবলি এসে নিশ্চিত হন যে, তার গয়নাও ওই ব্যক্তির কাছেই আছে।
পরে আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ক্ষুব্ধ হয়ে চোরকে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
নাজিরাবাদ থানা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ